সরগরম হল রাজ্য রাজনীতি। সংঘাতের পারদ চড়লো রাজনীতিতে। হাইভোল্টেজ এই মুহূর্তে রাজ্যের সবচেয়ে বড় মামলা। উত্তেজনা উঠল চরমে। আবারও নাটকীয় মোড় নিল নারদাকাণ্ড। কলকাতা হাই কোর্টের পর এবার সুপ্রিম কোর্ট। এবার নারদ মামলায় এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গেলেন মুখ্যমন্ত্রী। নারদকাণ্ডের শুনানি ভিনরাজ্যে নিয়ে যাওয়ার দাবিতে সিবিআইয়ের দায়ের করা মামলায় কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হলফনামা গ্রহণ করেনি। আর তাতেই সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে মামলা করলেন মমতা। আজ মঙ্গলবার হবে এই মামলার শুনানি।
উল্লেখ্য, এই মামলায় আগেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। মলয় ঘটককেও এই মামলায় পার্টি করে সিবিআই। গত ১৭ মে নারদ মামলায় চারজন হেভিওয়েট নেতাকে নারদ মামলায় গ্রেপ্তার করা হলে পরে তাঁরা শর্তসাপেক্ষে জামিনে মুক্ত হন। প্রসঙ্গত এই মামলায় পার্টি করা হয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। ফলে মমতা ব্যানার্জি কলকাতা হাইকোর্টে তার আইনজীবীর মাধ্যমে হলফনামা দিতে চান। কিন্তু কলকাতা হাইকোর্টের ৫ বিচারপতির বৃহত্তর বেঞ্চ সেই হলফনামা নিতে অস্বীকার করে। আর এই বিষয়েই চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দারস্থ হলেন মমতা ব্যানার্জি।