এবারে পদ্মশ্রী পেলেন মালদা জেলার বাসিন্দা শ্রদ্ধেয় গুরুমা কমলা সোরেন

পদ্মশ্রী পেলেন মালদা জেলার গাজল বিধানসভা অঞ্চলের বাসিন্দা শ্রদ্ধেয় গুরু মা কমলা_সোরেন।শ্রদ্ধেয় গুরুমা ব্যাক্তিগত জীবনে অত্যন্ত সংঘর্ষ ও লড়াই করতে হয়েছে, অল্প বয়সে স্বামী মারা যায় এক কন্যা বর্তমানে তিনি বিবাহিত। সমাজের বহু অসহায় ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো ছোট ছোট শিশুদের পড়াশুনার ব্যবস্থা করে দেওয়া, খ্রীষ্টান মিশনারীর কুচক্রের প্রভাবে সাঁওতাল সমাজকে ধর্মান্তরিত হওয়ার রোধ করা ও ধর্মান্তরিতদের পুনরায় স্বধর্মে ফিরিয়ে আনা ইত্যাদি নানাবিধ সমাজ কল্যাণ মূলক কাজ নিরন্তন ভাবে করে চলেছেন নিপুণ ভাবে এই বয়সে ।কিন্তু তার পরিণীতি কি হল? এই বাংলার সুশীল সুশিক্ষিত সমাজ একবারও এই গ্রাম্য আদিবাসী বৃদ্ধার প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন না। তাঁরা কি একবারের জন্য খোজ নেওয়ার চেষ্টা করেছেন সেই রকমের একাডেমিক শিক্ষা না থাকা সত্তেও উনি কেন এবারে পদ্মশ্রী পেলেন ? কোন কাজের জন্য পেলেন। ধন্য বাংলা ও বাঙালির সংস্কৃতির চেতনা বোধকে। বাঙালি আজ ব্যাস্ত নিজ কর্ম জীবনে , রাজনীতিতে তাই না হলে যিনি এই বয়সে থেকেও এত সমাজসেবা করে যাচ্ছেন তাঁর খোঁজ কারো নেই ,তিনি যে এত বড় পুরস্কারে সম্মানিত হলেন তাতেও বাঙালিদের মাথা ব্যাথা নেই ।ধন্য হে বাঙালি তোমার চেতনা কে। কিন্তু ওনার এবারের পদ্মশ্রী সম্মানে ভূষিত হওয়ার জন্য বাঙালি হিসাবে নিজেকে গর্বিত বোধ করছি। তিনি ব্যাক্তিগত জীবনে খুবই সাদাসিধে,স্বচ্ছ, নির্মল ও প্রচারের আলোক থেকে বহু দূরে থাকেন।