এনসিবির দপ্তরে অভিনেতা অর্জুন রামপাল

বলিউডের মাদক কাণ্ডে আজ নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর দপ্তরে জিজ্ঞাসাবাদের জন্য এসেছেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল। একদিন আগেই গ্রেপ্তার হয়েছেন অর্জুনের বন্ধু পল বার্টেল। একদিন আগেই গ্রেপ্তার হয়েছেন অর্জুনের বন্ধু পল বার্টেল। অবশেষে স্বয়ং অভিনেতা। এখনও পর্যন্ত বলিউডের মাদক যোগের তদন্তে ২০ জন গ্রেপ্তার হয়েছেন। অর্জুনের বাড়িতে এমন কিছু ওষুধ পাওয়া গিয়েছে, যা NDPS আইনে ভারতবর্ষে নিষিদ্ধ।