এনএইচ ২০৮ -এর ফাউন্ডেশন স্টোন স্থাপন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন ইমপ্রুভমেন্ট প্রোজেক্ট (জেআইসিএ) দ্বারা অর্থায়িত নর্থ ইস্ট রোড নেটওয়ার্ক কানেক্টিভিটি ইমপ্রুভমেন্ট প্রোজেক্টর চতুর্থ পর্যায়ে ত্রিপুরায় কৈলাসহর থেকে খোয়াই পর্যন্ত ৮০ কিলোমিটার দীর্ঘ এনএইচ ২০৮ প্রোজেক্ট এর ফাউন্ডেশন স্টোন স্থাপন অনুষ্ঠান ভার্চুয়ালি অনুষ্ঠিত হল। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, ত্রিপুরার মাননীয় রাজ্যপাল শ্ৰী রমেশ বাইস সর্বানন্দ সহ আরো অন্যান্য বিশিষ্টজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


উত্তর-পূর্ব রাজ্য গুলিতে আঞ্চলিক যোগাযোগের উন্নয়নের জনা এই প্রোজেক্টটিতে জাপান সাহায্য করবে ১৪,৯২৬ মিলিয়ন জাপানি ইয়েন (আনুমানিক ৯৮২ কোটি টাকা)। কৈলাসহর থেকে খোয়াই সেকশন এনএইচ ২০৮ রাস্তাটি তৈরি হচ্ছে জাপান সরকারের আর্থিক সহায়তায়, ভারত সরকারের ন্যাশনাল হাইওয়েজ ইনফ্রাস্ট্রাকচার ডেভলপমেন্ট কোঅপারেশন দ্বারা। কাজ সম্পূর্ণ হওয়ার পর কৈলাসহর এবং খোয়াই-এর মধ্যে ভ্রমণের সময় বর্তমানের তুলনায় কমে অর্ধেক হয়ে যাবে।