এগারো দিন বাদে অবশেষে ছাড়া পেল অভিনেতা

বারংবার চেষ্টার পর অবশেষে পাওয়া গেল বেল। অনেকবার খারিজ হওয়ার পর প্রায় এগারো দিনের মাথায় পাওয়া গেল বেল। কিছুটা স্বস্তিতে অভিনেতা পর্ল ভি পুরির পরিবার ও সহ-কর্মীরা। নাবালিকাকে ধর্ষণের অভিযোগে মুম্বইয়ের ভাসাই পুলিশের তরফে পার্লকে ৪ জুন গ্রেপ্তার করা হয়েছিল। এক সপ্তাহের বেশি সময় ধরে পুলিশি হেফাজতে ছিলেন অভিনেতা। আজ, ১৫ জুলাই ছিল পার্লের মামলার শুনানি। তার বিরুদ্ধে ভারতীয় দ্বণ্ডবিধির ৩৭৬ নং ধারা ও পসকো আইন অনুসারে মামলা চলছে।

পার্লের বিরুদ্ধে ২০১৯ সালে ‘বেপনহা পেয়ার’ ধারাবাহিকের সেটে অভিনয়ের সুযোগ পাইয়ে দেওয়ার নাম করে ধর্ষণের অভিযোগ এনেছেন নাবালিকার বাবা। ওই নাবালিকার মা আবার পার্লের সঙ্গেই কাজ করেছেন। পার্লের পাশে দাঁড়িয়েছেন তাঁর ইন্ডাস্ট্রির সহ-কর্মীরা। একতা কাপুর থেকে শুরু করে দিব্যা খোসলা কুমার, অনিতা হসনন্দানি, নিয়া শর্মাদের দাবি পার্লের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হয়েছে।