নতুন বছরে করোনার ভয়াবহতা কাটিয়ে কিছুটা হলেও স্বাভাবিক ছন্দে ফিরছিল গোটা বিশ্ব। কিন্তু মুক্তি নেই বিশ্বের। ফিরছে নির্মম স্মৃতি। বেসামাল বিশ্বের একাধিক দেশ। ফের আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। ইতিমধ্যেই বিশ্বের বেশ কিছু দেশ ফিরে গিয়েছে লকডাউনে। কবে শেষ হবে এই অতিমারীর দাপট। অবশেষে মুখ খুললেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম ঘেব্রিয়েসাস। করোনা অতিমারী মুক্ত বিশ্ব পেতে এখনও অনেক সময় বাকি বলছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আপাতত পাল্টে যাবে না পরিস্থিতি। সুরক্ষাবিধি মেনে চলতে হবে সকলকে।