এক সঙ্গে দেখা গেল মালাইকা অরোরা-অর্জুন কাপুরকে

করোনা কমতেই ফের এক সঙ্গে দেখা গেল লাভ বার্ড মালাইকা অরোরা-অর্জুন কাপুরকে। অনুরাগীরা যুগলকে দেখতে পান বেসরকারি ক্লিনিকের বাইরে। দুজনে একসঙ্গে চিকিৎসকের কাছে গিয়েছিলেন। এক মাস আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন তাঁরা দুজনেই। গত সপ্তাহেই দুই অভিনেতা নিজেদের সোশ্যালে অনুরাগীদের জানান, তাঁরা সম্পূর্ণ সুস্থ। খবর ঘোষণার পরেই শুভেচ্ছা জানান অনুরাগীরা।