‘এক মুলাকাত’-এ কৈলাশ সত্যার্থী ও যতীন্দ্র মিশ্র

প্রভা খৈতান ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় আয়োজিত ‘এক মুলাকাত’ শীর্ষক ভার্চুয়াল সেশনে মুখোমুখি হয়েছিলেন নোবেল পুরস্কার জয়ী কৈলাশ সত্যার্থী এবং প্রখ্যাত কবি ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজেতা যতীন্দ্র মিশ্র। এই সেশনে সমাজ ও মানবিক ক্ষেত্রে কৈলাশ সত্যার্থীর অবদান বিষয়ে আলোচনা হয়। প্রভা খৈতান ফাউন্ডেশন নিয়োজিত রয়েছে পার্ফর্মিং আর্টস, কালচার ও লিটারেচারের উন্নতিসাধনের কাজে এবং সেইসঙ্গে তারা সমমানসিকতাসম্পন্ন ব্যক্তি ও সংস্থাগুলিকে সহায়তা প্রদান করে কালচারাল, এডুকেশনাল, লিটারারি ও সোস্যাল ওয়েলফেয়ার প্রোজেক্ট বাস্তবায়নের ক্ষেত্রে। সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গের কাছে ‘এক মুলাকাত’ এমন একটি প্লাটফর্ম হিসেবে উপস্থিত হয়েছে, যেখানে তাঁরা তাঁদের কাহিনী শেয়ার করতে পারেন। এই ভার্চুয়াল সেশন প্রসঙ্গে প্রভা খৈতান ফাউন্ডেশনের কমিউনিকেশনস অ্যান্ড ব্র্যান্ডিং চিফ মনীষা জৈন বলেন, যখন লকডাউনের কারণে সকলে ঘরে রয়েছেন তখন তাঁরা দেশের শীর্ষস্থানীয় চিন্তাবিদদের ভার্চুয়াল সেশনের মাধ্যমে একত্রে নিয়ে আসছেন যাতে দেশবাসী এই কঠিন সময়ে প্রেরণা লাভ করেন। তাঁর আশা, কৈলাশ সত্যার্থীর জীবন ও কর্মধারা সমাজের মঙ্গলদায়ক কাজের প্রতি দর্শকদের প্রেরণা দেবে, বিশেষ করে যখন সকলের কোভিড-১৯’এর মতো শত্রুর সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করা প্রয়োজন।

ভার্চুয়াল সেশন চলাকালীন কৈলাশ সত্যার্থী বলেন, জীবন বাঁচানোর কাজকেই সরকারের প্রাধান্য দেওয়া উচিত। এই সমস্যাসঙ্কুল সময়ে পৃথিবীজুড়ে মানুষকে রক্ষা করতে হবে। সর্বাধিক অবহেলিত ও বঞ্চিতদের কথা সবসময়ে মাথায় রাখতে হবে।