শিশু দিবসে সব চেয়ে উজ্জ্বল জ্যোতিষ্করা হোলো বিশেষ চাহিদা সম্পন্ন সকল শিশু l তাদের জন্যে আমাদের সুস্থ হৃদয়ে যেন স্নেহ, মায়া, মমতা, আদর,ভালোবাসা থাকে নিরন্তর l
আমরা বলি কথার কথা
কথার দাম আসলে কি?
নীরব শব্দ যাদের মুখে
‘কথা’-তাদের বড্ড দামী ll
এই সত্যি লেখনী এক নিঃশব্দ সন্তানের মুখে অবিরাম কথা দিয়ে শব্দ বুনে চলা এক মায়ের নিরন্তর চেষ্টার কথা ll
যে মেয়েটি অল্প কিছু শুনতে পারলেও বলতে পারতো না একেবারেই l সারাক্ষণ মায়ের হরেক-রকম বকম-বকম তাকে কতোই না শব্দ চিনিয়েছে , কথা শুনিয়েছে l আজ মেয়েটি অনেক কথা বোঝে, মায়ের অপ্রকাশিত বেদনা,কান্নার অনুভূতি গুলোও মেয়েটির শিশু মনে শব্দ হয়ে বাজে l তাই তো শুনতে শুনতে,দেখতে দেখতে মায়ের মুখের শব্দ গুলো কথার ছলে এখন সে বলতেও পারে কিছু কিছু ll
মা তার মুখে প্রতি নিয়ত বিরামহীন শব্দের, ভাষার আর কথার যোগান দিয়ে চলেছেন- ঠিক যেমন ভাবে পাখি মা ঠোঁটে করে খাওয়ায় তার পাখির ছানাটিকে ll
নিত্য কতো কথার বীজ বপন করে চলেছেন এই মা – কথা’র জন্ম দিয়ে l আশা একটাই, যদি এতো কথা শুনতে শুনতে কথা শিখে কথা বলে তাঁর ছোট্ট নীরব মেয়ে – “কথা ” l
মুখে আমরা যারা এতো কথা বলি,তাদের কাছে কথার দামটাই নেই !
যাদের মুখে কথা নীরব,কথার দাম তো তাদের কাছেই l
যারা অনেক কথা বলতে পারে
তারা কথার দামের ধার ধারে না
কথার কি দাম! তারাই জানে
বলতে কথা যারা পারে না ll
হ্যাঁ,এই সত্যি কথার এই গল্পে মেয়েটির নাম রেখেছি “কথা” l ছবি ঋণ কৃষ্ণনগরের ঘূর্ণি নবারুণ সংঘের শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা মণ্ডপের “নারী শক্তির মুক্তি”- ২০২১ এর এই থিম-পুজো থেকে আমার হাতে তোলা ll
কবিতা : ll দামী যখন ‘কথা’র কথা ll
কথা আমার ভীষণ প্ৰিয়
ভাবি শব্দই স্বাধীনতা,
তাই মেয়ের নাম রেখেছি
আদর করে কথা l
আমার মুখে শুধুই কথা,
ওর মুখেতে নেই,
ছোট্ট কথা নীরব আমার
সেই জন্ম থেকেই l
আমি ওকে দিতে পারি
যদি কিছু শব্দ কথা
কথা বলার চেষ্টাটা ওর
যাবে না জানি বৃথা l
পাখিরা যেমন মুখে করে
পাখির ছানা খাওয়ায়
কথা’র মধ্যেও শব্দ ভরছি
আমার মুখের কথায় l
আমার কথা সব অযথা
কথা নীরব রয়ে গেলে,
কথার যে কতো মূল্য –
বলবে ‘কথা’ শব্দ পেলে ll
……………… অরুণজিৎ দত্ত