এক ডোজেই কাজ দেবে ভ্যাকসিন

লাগবে না দুটি ডোজ একটি ডোজেই কাজ হবে ভ্যাকসিনের। তাতেই আটকাবে করোনাভাইরাস। এমনটাই দাবি করেকরেছেন রাশিয়ার ভাইরাস বিশেষজ্ঞরা। দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল সম্পূর্ণ হওয়ার পর এবার ভারতে তৃতীয় পর্যায়ে ট্রায়ালের ছাড়পত্র মিললো রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিক লাইটের। জানা গিয়েছে, এই সিদ্ধান্তে ছাড়পত্র দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারল অফ ইন্ডিয়া।

DGCI জানিয়েছে, স্পুটনিক লাইট টিকায় স্পুটনিক-ভি ভ্যাকসিনের যাবতীয় উপাদান রয়েছে। পাশাপাশি যেহেতু ভারতেও এখন স্পুটনিক ভি-র প্রয়োগ চলছে, সেহেতু স্পুটনিক ভি লাইটকে ছাড়পত্র দিতে DGCI -এর কোনও সমস্যা নেই। সম্প্রতি একটি গবেষণায় দেখা গিয়েছে, স্পুটনিক লাইটের সিঙ্গল ডোজের টিকা করোনার বিরুদ্ধে লড়াইয়ে ৭৮.৬ থেকে ৮৩.৭ শতাংশ কার্যকরী। এই টিকার কার্যক্ষমতা স্পুটনিক-ভি ভ্যাকসিনের কার্যক্ষমতার চেয়েও বেশি। এই টিকা প্রয়োগের পর হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনাও ৮২.১ থেকে ৮৭.৬ শতাংশ কমে গিয়েছে, আর্জেন্টিনায় প্রায় ৪০ হাজার মানুষের উপর পরীক্ষা করার পর এমনটাই জানা গিয়েছে।