এক কেজিরও বেশি ওজনের এক্তি পূর্ণ বয়স্ক হাতির দাঁত সহ ছয়জনকে গ্রেপ্তার করল সারুগারা রেঞ্জের বন কর্মীরা। রবিবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে বন দপ্তরের কর্মীরা অভিযান চালিয়ে ডুয়ার্সের ওদলাবাড়ি থেকে একটি গাড়ির ভেত্র থেকে উদ্ধার হয় হাতির দাঁতটি। সেই সঙ্গে এই ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর। যাদের মধ্যে একজন প্রাক্তন জওয়ান বলে জানিয়েছেন বন দপ্তরের আধিকারিকরা। এরা প্রত্যেকেই সিকিমের বাসিন্দা।
শালুগাড়া বনদপ্তর সূত্রে জানা গিয়েছে এই হাতির দাঁত ওদলাবাড়ি থেকে নেপালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। নেপাল থেকে হাতির দাঁতটি বিদেশে অন্য কোথাও পাচার করা হতো বলে বনদপ্তর সূত্রে। ধৃত ছয়জনের মধ্যে একজন আইআরবি জাওয়ান রয়েছে। সেই এই পাচার চক্রের মূল মাথা বলে বনদপ্তর সূত্রে খবর। হাতির দাঁতটির ওজন এক কেজি উনিশ গ্রাম। যার বাজারমূল্য আনুমানিক প্রায় ১০ লক্ষ টাকা। ধৃতদের কে আজ জলপাইগুড়ি আদালতে তোলা হয়