ভারতের ১ নম্বর স্মার্টফোন ও টিভি ব্র্যান্ড এমআই ইন্ডিয়া হইচই-এর সঙ্গে সহযোগিতায় প্যাচওয়ালে লঞ্চ্ করল ‘আর্লি অ্যাক্সেস’। এর ফলে এক্সক্লুসিভ বাংলা মুভি টাইটেলগুলি প্যাচওয়াল প্লাটফর্মে দেখা যাবে অফিসিয়াল রিলিজের ৪ ঘন্টা আগেই। এটা এমআই ও রেডমি টিভি’র ফ্যান ও গ্রাহকদের কাছে এক সুসংবাদ।
বাংলা সিনেমার দর্শকরা এখন থেকে বিগেস্ট ব্লকবাস্টার মুভিগুলির প্রিমিয়ার দেখার সুযোগ পাবেন। সম্প্রতি এমআই ও রেডমি টিভি’র ব্যবহারকারীরা অফিসিয়াল রিলিজের ৪ ঘন্টা আগে প্যাচওয়ালে দেখেছেন ‘প্রেম টেম’। এছাড়া, আগামী ২ এপ্রিল তারা অন্যতম জনপ্রিয় বাংলা ওয়েব-সিরিজ ‘মোহমায়া’ দেখতে পারবেন রিলিজের আগেই।
উল্লেখ্য, ভারতের জন্য বিশেষভাবে ডিজাইন করা প্যাচওয়াল ইন্টারফেস সকল এমআই টিভি’তে থাকে। প্যাচওয়ালে যেসব ফিচার্স থাকে সেগুলির মধ্যে রয়েছে ইউনিভার্সাল সার্চ, ইউজার সেন্টার, কিডস মোড, স্মার্ট রেকমেন্ডেশনস ও লাইভ টিভি। এইসব কারণে স্মার্ট টিভিগুলির মধ্যে এটি হয়ে উঠেছে ‘মোস্ট কম্প্রিহেন্সিভ কনটেন্ট প্লাটফর্ম’।