সরগরম রাজ্য–রাজনীতি। চাপ বাড়ল তৃণমূল কংগ্রেসের উপর। আইকোর মামলায় ফের তলব ইডির। এবার মদন মিত্রের ছেলে স্বরূপ মিত্রকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগামী ২৩ এপ্রিল ডাকা হয়েছে মদন মিত্রের ছেলে স্বরূপকে। জিজ্ঞাসাবাদের জন্য তলব করল ইডি। যদিও ইডির এই নোটিস প্রাপ্তি নিয়ে কেউই কোনও প্রতিক্রিয়া জানাননি। আইকোর মামলায় এখন বড় ভরসা ইডি। এর আগে এই মামলায় একাধিক রাজনৈতিক নেতাকে তলব করছে ইডি।
একের পর এক তলব ইডির
