একুশের জনগণনায় আদিবাসীদের “আদিধর্ম” কোড লেখার নিদান অখিল ভারতীয় সাদান মহাসভার

আগামী একুশের জনগণনায় আদিবাসীদের হিন্দুধর্ম না লিখে “আদিধর্ম ” কোড লেখার নিদান দিলেন সাদরি ভাষা বিকাশ সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্যরা। এদিন কালচিনিতে আদিবাসী সম্প্রদায়ের সমস্ত মানুষকে নিয়ে বৈঠকে বসেন সাধান মহাসভা এবং সাদরি ভাষা বিকাশ সমিতি। এদিনের অখিল ভারতীয় সাধান মহাসভার কেন্দ্রীয় কমিটির সভাপতি হরি কুজুর সহ সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।এদিনের বৈঠক শেষে হরি কুজুর জানান যে আগামী ২০২১ জনগণণায় আমরা ধর্ম কোডে আদি ধর্ম লিখবো । এছাড়া ভাষার কলমে আমরা আমাদের মাতৃ ভাষা সাদরি,কুরুক অন‍্যান‍্য যেগুলো লেখা আছে সেগুলো লেখা হবে।