কাজের নিশ্চয়তা,সিনসিয়রিটি ইনক্রিমেন্ট ,অবসরকালীন ভাতা সহ একাধিক দাবি নিয়ে আজ কর্মবিরতি পালন করল বিডিও অফিসের চুক্তিভিত্তিক কর্মচারীরা। জানা গেছে এদিন জলপাইগুড়ি বিডিও অফিসে এবং জেলা শাসকের দপ্তর সহ গ্রাম পঞ্চয়েতের সমস্ত কর্ম বিরতি পালন হচ্ছে জলপাইগুড়ি সদর বিডিও অফিস, জেলাশাসক দপ্তরে সহ গ্রাম পঞ্চায়েত দপ্তর সহ গোটা রাজ্যে ( MGNREGA ALL EMPLOYEE ASSOCIATION) এর উদ্যোগে বেতন কাঠামো বৃদ্ধি ও ষাট বছরের কাজের সুনিশ্চিত করার দাবি সহ বেশ কয়েক দফা দাবিতে এই কর্মবিরতি বলে জানা গেছে।
মূলত একশো দিনের কাজের চুক্তি ভিত্তিক কর্মচারীরা এই কর্মবিরতিতে সামিল হয়েছেন সোমবার।এই মাসের দুই তারিখ থেকে তাদের কর্মবিরতি পালন হচ্ছে।আগামীতে তাদের এই দাবি পূরণ না হলে বৃহত্তম আন্দোলন করবে বলে সংগঠনের তরফে জানানো হয়েছে।এছাড়াও তারা বলেন রাজ্য প্রতি বছর 100 দিন কাজে জলপাইগুড়ি জেলা প্রথম হয় কিন্তু আমারই আজ বঞ্চিত।