স্বাস্থ্যদপ্তরের বুধবার সন্ধের রিপোর্ট বলছে, একদিনে বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ৯৮২ জন। যা সাম্প্রতিক কালে রেকর্ড। ফলে এদিন রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ৮৬ হাজার ৯১৫ জন। চিন্তা বাড়াচ্ছে রাজ্যের দুই জেলা। ভোটের মুখে কলকাতা ও উত্তর ২৪ পরগণায় নতুন করে চোখ রাঙাচ্ছে কোভিড-১৯। এদিনও সর্বাধিক সংক্রমণের সাক্ষি হয়ে রইল কলকাতা। একদিনে আক্রান্ত ৩৮০ জন। এর ঠিক পিছনেই রয়েছে উত্তর ২৪ পরগণা। যেখানে গত ২৪ ঘণ্টায় কোভিড সংক্রমিত হয়েছেন ২১২ জন। আর কোনও জেলায় দৈনিক আক্রান্তের সংখ্যা সেঞ্চুরি পার করেনি। স্বস্তি দিয়ে উত্তরের কালিম্পংয়ে নতুন আক্রান্তের হদিশ মেলেনি।
এদিনের রিপোর্ট অনুযায়ী, রাজ্যে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ৫ হাজার ৭৭৫ জন। গত ২৪ ঘটনায় চিকিৎসাধীন কোভিড আক্রান্তের সংখ্যা বেড়েছে ৪৭২ জন। বাড়তে থাকা চিকিৎসাধীন কোভিড রোগীর সংখ্যা ভাবাচ্ছে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের। তবে ইতিমধ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৫ লক্ষ ৭০ হাজার ৮১১ জন। তাঁদের মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনাজয়ী হয়েছেন ৫০৮ জন। এদিনে সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৭.২৬ শতাংশ।