শিলিগুড়ি শহরের একাধিক ছোট ছোট সমস্যাগুলির সমাধানে একগুচ্ছ প্রকল্পের শিল্যান্যাস করলেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব, এসজেডিএ-র চেয়ারম্যান বিজয়চন্দ্র বর্মন, নাটু পাল, রঞ্জন সরকার, সহ অন্যান্য নেতৃত্বরা। জানা গেছে শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির উদ্যোগে শিলিগুড়ি শহরের বিভিন্ন এলাকার শৌচাগার, পথবাতি,কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের ময়দানের উন্নতি,কুমোরটুলীর নর্দমা, রাস্তা সহ প্রায় ২৭ টি প্রকল্পের উদ্বোধন করেন মন্ত্রী।
প্রকল্পের উদ্বোধনে উপস্থিত থেকে শিলিগুড়ি পুরনিগমের বিরোধী দলনেতা রঞ্জন সরকার অভিযোগ করে জানান পুরনিগম কারো সঙ্গে আলোচনা ছাড়াই কাজ করছে ,যার ফলে সরকারি টাকা সঠিকভাবে কাজে লাগছে না। বহুদিন ধরে শিলিগুড়ি পুরনিগমের ক্ষমতা তৃণমূল না পেলেও শিলিগুড়ির উন্নতির জন্য রাজ্য সরকার সর্বদা চেষ্টা করছে। অথচ শিলিগুড়ির প্রাক্তন মেয়র কিছুই পাচ্ছে না বলে সাংবাদিক সম্মেলন করে মানুষকে বিভ্রান্ত করেছে। গৌতম দেব জানান শহরের উন্নতির জন্য আরো অনেক কাজ বাকি রয়েছে। সিপিএম চালিত পুরবোর্ড একাজে ব্যর্থ হয়েছে।