তুফানগঞ্জে একই পরিবারের দুজনকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল এক দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে তুফানগঞ্জের মারুগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ভেলাকপা এলাকায়। পুলিশ জানিয়েছে জখমদের মধ্যে একজন মারা গেছে, মৃতের জারিফা বিবি।
আরেকজন গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। নাম আলী হোসেন। তিনি মৃত মহিলার স্বামী ।
এই ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য শহিদুল মিয়া নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ।এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী । ঘটনা স্থল থেকে রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ।এদিকে এ ঘটনায় চাঞ্চল্য ছড়াতে সেই বাড়িতে ছুটে যান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক কি কারনে এই হামলা হইল কেনই বা মৃত্যু হলো সেই বিষয় কিন্তু মন্ত্রী দ্রুত খোঁজখবর নিয়ে যাতে পুলিশের শুরু করেন সেই বিষয়ে বাড়ির লোকের সাথে কথা বলে আশ্বস্ত করেছেন।