ঊর্ধগতির সংক্রমণ নিয়ে চিন্তায় বিশেষজ্ঞরা

নয়াদিল্লি: নতুন সংক্রমণ ও মৃত্যুর জেরে বেড়েছে দেশে। মৃত্যুর সংখ্যাটা ১ লক্ষ ছুঁতে পারে। ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হলেন ৮১ হাজার ৪৮৪ জনের ও মৃত্যু হয়েছে আরও ১০৯৫ জনের।

দেশে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ ও মৃত্যু। মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬৩ লক্ষ ৯৪ হাজার ৬৯ জন। এরমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫৩ লক্ষ ৫২ হাজার ৭৮। বর্তমানে অ্যাক্টিভ কেস রয়েছে ৯ লক্ষ ৪২ হাজারের বেশি ও মোট মৃত্যু হয়েছে ৯৯ হাজার ৭৭৩ জনের।

তবে দেশকে স্বাভাবিক রাখতে বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে আনলক ৫.০ পর্যায়ের গাইডলাইন প্রকাশ করা হয়েছে। এই গাইডলাইন মোতাবেক ১৫ই অক্টোবর থেকে খুলে যাচ্ছে বিভিন্ন সিনেমা হল ও এনটারটেনমেন্ট পার্ক। পয়লা অক্টোবর থেকে ৩১শে অক্টোবর পর্যন্ত জারি থাকবে আনলক ৫.০।

বর্তমানে দক্ষিণের দুই কেরল ও কর্নাটক রাজ্য করোনার সংক্রমণ উদ্বেগজনক আকার নিয়েছে। কর্নাটকে একদিনে ১০ হাজারের বেশি মানুষ নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। কেরালাতেও গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিতের সংখ্যা ৮ হাজারেরও বেশি। দক্ষিণের এই দুই রাজ্যে সংক্রমণের ঊর্ধ্বগতিতে উদ্বিগ্ন স্বাস্থ্যমন্ত্রকও।