রাজ্যে পুজোর মরশুম শেষ হতেই আবার ঊর্দ্ধমুখী হলো করোনা সংক্রমণের সংখ্যা। দীর্ঘ চার মাস পর আবারো সর্বোচ্চ সীমায় পৌঁছল পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণের হার। স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ৬৯০ জন। রবিবার এই সংখ্যাটা ছিল ৬০০। একদিনে রাজ্যে করোনার বলি ১২ জন। সুস্থ হয়েছেন ৬৮৩ জন। ফলে রাজ্যের সুস্থতার হার দাঁড়াল ৯৮.৩৩ শতাংশ।
উৎসবের মরশুমে চিন্তা আরও বাড়াচ্ছে রাজ্যে বাড়তে থাকা পজিটিভিটি রেট বা সংক্রমিতের হার। যা গত ২৪ ঘণ্টায় ৩ শতাংশে পৌঁছে গিয়েছে। আর এই উদ্বেগের দোসর হয়েছে কলকাতা ও উত্তর ২৪ পরগনার দৈনিক আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনার ২৩,০১৯টি নমুনা পরীক্ষা হয়েছে। তার মধ্যে সংক্রমণ পাওয়া গিয়েছে ৬৯০টিতে। কলকাতায় দৈনিক সংক্রমণ ১৯৪, উত্তর ২৪ পরগনায় ১০৩। রাজ্যে দৈনিক সংক্রমণের হার ৩ শতাংশ। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫.৮১ লক্ষ।
এদিন রাজ্যে করোনা আক্রান্ত অবস্থায় মৃত্যু হয়েছে ১২ জনের। তার মধ্যে উত্তর ২৪ পরগনায় মারা গিয়েছেন ৩ জন। কলকাতা, হুগলি ও হাওড়ায় ২ জন করে করোনার শিকার হয়েছেন। রাজ্যে করোনায় মোট মৃত্যু বেড়ে হয়েছে ১৮,৯৮৯। রাজ্যে এদিন সুস্থ হয়েছেন ৬৮৩ জন। তার ফলে ৫টি অ্যাক্টিভ কেস কমেছে। রাজ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যা দাঁড়িয়েছে ৭,৪১৬। রাজ্যে সুস্থতার হার ৯৮.৩৩ শতাংশ।
উৎসবের মরসুমে যথেষ্ট তৎপর ছিল প্রশাসন। সে কারণে তুলনায় অনেকটাই কম সংক্রমিত হয়েছে বলে মত বিশেষজ্ঞদের। তবে এই উৎসবের মরসুমে যে হারে মানুষ দিশাহীন হয়ে মাস্ক ব্যবহার না করে উৎসবে মেতেছিলেন তার জন্য এই পরিণতি বলে দাবি চিকিৎসক মহলের। তবে কি দেশ তথা রাজ্যে আছে পড়ল করোনার তৃতীয় ঢেউ? এমনই প্রশ্ন সাধারণ মানুষের।