উৎসবের আগে প্রধানমন্ত্রীর বার্তা

নয়াদিল্লিউৎসবের মরশুমে গোটা দেশজুড়েই ক্রমশ বাড়ছে করোনা সংক্রমণ। আর এর মধ্যে বঙ্গবাসী দুর্গোৎসবে মেতে ওঠার ঠিক আগে আজ সন্ধে ৬টা নাগাদ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনা মহামারীর একেবারে শুরু থেকে নিয়মিত দেশবাসীকে সতর্ক করে আসছেন মোদি। মঙ্গলবার দুপুর নাগাদ একটি টুইটবার্তায় মোদী বলেন, ‘আজ সন্ধ্যা ছ’টায় আমার সহ-নাগরিকদের একটি বার্তা দেব। আপনারা অবশ্যই থাকবেন।’ প্রধানমন্ত্রীর বার্তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।

অনেক বিশেষজ্ঞই মনে করছেন উৎসবের আনন্দে দেশবাসী যদি অসাবধান হয়ে যায় সেক্ষাত্রে করোনার দ্বিতীয় ঢেউ আসা অসম্ভব কিছু নয়। মঙ্গলবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৪৬ হাজার ৭৯১ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা গত মাস তিনেকের মধ্যে সবথেকে কম।