উপত্যকায় সেনার গুলিতে নিকেশ ২ জঙ্গি

জম্মু-কাশ্মীরে ফের সেনা-জঙ্গি সংঘর্ষ। খতম দুই জঙ্গি। এর আগে গত শনিবার কুলগাঁও জেলায় এনকাউন্টারে দুই জঙ্গিকে নিকেশ করেছিল বাহিনী। মঙ্গলবার সোপিয়ানে জওয়ানদের সঙ্গে সংঘর্ষে মারা যায় হিজবুলের শীর্ষ কমান্ডার সহ তিন জঙ্গি। এক সপ্তাহের মধ্যে জঙ্গি দমন অভিযানে এই নিয়ে তৃতীয় সাফল্যকে স্বাভাবিকভাবেই গুরুত্ব দিচ্ছে ভারতীয় সেনা। পুলিস সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে পুলওয়ামার পাম্পোরি এলাকার মিজ এলাকায় জঙ্গিদের আত্মগোপনের খবর পেয়ে নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান শুরু করে। অভিযান চলাকালীন লুকিয়ে থাকা জঙ্গিরা গুলি চালায়। পাল্টা জবাব দেয় বাহিনীও। তাতে ঘটনাস্থলে মারা যায় এক জঙ্গি। পুলওয়ামার পাশাপাশি সোপিয়ানের মুনান্দেও একদফা সেনা-জঙ্গি সংঘর্ষ হয়। খতম হয় আরও এক জঙ্গি। এদিকে, অনন্তনাগ জেলায় আত্মগোপন করে থাকা এক জঙ্গিকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী। ইমরান নবি দার নামে ওই জঙ্গির কাছ থেকে একটি পিস্তল ও বেশ কিছু নথিপত্র মিলেছে।