উত্তর দিনাজপুরে সোনা ছিনতাই করতে এসে গ্রেফতার ছিনতাইকারী

এক দূস্কৃতী স্বর্নলঙ্কার নিয়ে পালাতে গিয়ে গ্রামবাসীরা তাকে হাতেনাতে ধরে ফেলে বেধড়ক মারধর দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে হেমতাবাদ থানার পাটইর গ্রামে। দূস্কৃতীর পরিচয় জানা যায়নি। আহত ওই দুস্কৃতিকে চিকিৎসার জন্য হেমতাবাদ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়েছে।

পরিবারসূত্রে জানা গিয়েছে, হেমতাবাদ থানার পাটইর গ্রামের বাসিন্দা কৈলাস রাজবংশী সকালে ঘুম থেকে উঠে শৌচাগারে গিয়েছিলেন। এই অবস্থায় ঘর ফাঁকা থাকার সুযোগে এক দুস্কৃতি কৈলাশবাবুর ঘরের জানালা দিয়ে হাত বাড়িয়ে স্বর্নালঙ্কার নিয়ে চম্পট দেয়। কৈলাসবাবু শৌচাগার থেকে ঘরে এসে স্বর্নালঙ্কার দেখতে না পেয়ে বাইরে বের হন। দুস্কৃতি তাকে দেখে পালিয়ে যাবার চেষ্টা করে। কৈলাশবাবুর চিৎকারে ছুটে আসে পাড়া-প্রতিবেশিরা। কিছুদূর যাবার পরই গ্রামবাসিরা দুস্কৃতিকে ধরে বেধরক মারধর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন হেমতাবাদ থানার পুলিশ। আহত দুস্কৃতিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য হেমতাবাদ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে হেমতাবাদ থানার পুলিশ।