উত্তরে এসে পৌঁছল কোভিড ভ্যাকসিন

বুধবার গভীর রাতে ভ্যাকসিন এসে পৌঁছল উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। সারাদেশের সঙ্গে উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই কোভিত টীকা দিতে বুধবার রাত বারোটা নাগাদ মেডিকেল কলেজে ঢোকে। ভ্যাকসিন ভর্তি গাড়িটিকে পুলিশি প্রহরায় মেডিকেলের পুলিশ ফাঁড়িতে রাখা হয়। এদিন সকালবেলায় মেডিকেল স্টাফরা ভ্যাকসিন নামিয়ে মেডিকেল স্টোরে পাঠায়। সারাদেশের সঙ্গে উত্তরবঙ্গেও শনিবার থেকে ভ্যাকসিন দেওয়া শুরু হবে। প্রশাসনিক স্তরেও সেহিসেবে রূপরেখা তৈরি হয়ে গিয়েছে। জানা গেছে উত্তরবঙ্গ কোল্ডস্টোর থেকেই উত্তরবঙ্গের সমস্ত জেলায় কোভিশিল্ড পাঠানো হবে।উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডিন ডাঃ সন্দীপ সেনগুপ্ত বলেন উত্তরবঙ্গের ৫জেলায় ভ্যাকসিন পাঠানো হবে মেডিক্যাল থেকে।তা হলো দার্জিলিং,কালিম্পং,আলিপুরদুয়ার,কোচবিহার ও জলপাইগুড়ি।ইতিমধ্যেই জেলায় জেলায় পাঠানো শুরু হয়েছে।শনিবার থেকে দেওয়া শুরু হবে।তবে কিভাবে দেওয়া হবে তা ঠিক করবে রাজ্য স্বাস্থ্য দপ্তর।তাদের নির্দেশ মতোই ভ্যাকসিন দেওয়া হবে।