উত্তরের দুই বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ করল রাজ্যপাল

ঘোষণার প্রায় দুবছর পর উত্তরের দুই বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ করল রাজ্যপাল। বেশ কয়েকদিন ধরে দার্জিলিং হিল ইউনিভার্সিটি এবং আলিপুরদুয়ার ইউনিভার্সিটির ভিসি নিয়োগ নিয়ে জল্পনা চলছিল । আজ রাজ্যপালের টুইট থেকে জানা যায় দার্জিলিং হিল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর নিয়োগ হচ্ছেন কালিমপঙ কলেজের প্রিন্সিপাল রাজেন্দ্র প্রসাদ ঢাকাল। অপরদিকে আলিপুরদুয়ার ইউনিভার্সিটির ভিসি হচ্ছেন শান্তি ছেত্রী। তিনি জলপাইগুড়ি পিডি উইমেন কলেজের প্রিন্সিপলের দায়িত্বে ছিলেন।এই দুই বিশ্ববিদ্যালয়ের মনোনীত ভাইস চ্যান্সেলর চার বছর অথবা ৬৫ বছর বয়স পর্যন্ত ওই দায়িত্ব সামলাবেন।

এদিকে আলিপুরদুয়ার ইউনিভার্সিটিতে ভিসি নিয়োগ নিয়ে বিতর্ক শুরু হয়েছে বলে সূত্রের খবর। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে এসে জলপাইগুড়ির জনসভায় এসে বলেন যে আলিপুরদুয়ার ইউনিভার্সিটি একজন রাজবংশী ভিসি পাচ্ছে। আলিপুরদুয়ার ইউনিভার্সিটির ভিসি পদের প্যানেল লিস্টে একনম্বরে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রসায়নের অধ্যাপক মহেন্দ্রনাথ রায়ের নাম থাকলেও তিন নম্বরে থাকা শান্তি ছেত্রীর নাম মনোনীত হয়েছেন।