উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে কর্মীদের বিক্ষোভ

বিভিন্ন দাবীদাওয়া নিয়ে আজ মেডিকেল কর্মচারী সংগঠন বিক্ষোভ দেখাল প্রিন্সিপালের ঘরের সামনে।তারা একই সঙ্গে তাদের দাবিপত্র লিখিত আকারে জমা দেন প্রিন্সিপলকে।তাদের দাবি না মানলে কাজ বন্ধেরও হুঁশিয়ারি দেয়


জানা গিয়েছে বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে মেডিকেল কর্তৃপক্ষ স্বজনপোষন করছে বলে অভিযোগ করেন তারা। তাদের অভিযোগ করোনা রোগীর সেবায় যে কর্মচারীরা কাজ করছে তাদের রোটেশন হিসেবে কাজ দেওয়া হচ্ছে না।কিছুজন দিনের পর দিন কাজ করে যাচ্ছেন।আর কিছু কর্মচারীকে কোভিড চিকিৎসায় ডিউটিতে ফেলছেন না ।

তাদের আরো অভিযোগ যে কিছু কর্মচারীকে কোভিড চিকিৎসায় ডিউটি না দিয়ে বাকি কর্মচারীদেরকেই ডিউটিতে ফেলে তাদেরকে বিপদে ফেলছে।এছাড়াও হাসপাতাল ঊর্ধতন কর্তৃপক্ষ নানান অজুহাত দেখিয়ে তাদের কথা শুনতে চাচ্ছে না।এর প্রতিবাদে আজ কর্মচারী সংগঠন স্মারকলিপি জমা দেন মেডিকেলের অধ্যক্ষ কে। সংগঠনের সম্পাদক প্রশান্ত সরকার জানিয়েছেন,”সবাইকে কোভিড চিকিৎসায় ডিউটি দেওয়া হোক।রোটেশন চালু হোক যাতে কোভিড চিকিৎসায় কর্মীরা কিছুটা সুরক্ষিত থাকতে পারে”