উত্তরবঙ্গে উন্নত ক্যানসার হাসপাতালের দাবি স্বেচ্ছাসেবী সংগঠনের

উত্তরবঙ্গে উন্নতমানের ক্যানসার হাসপাতাল চেয়ে দাবি জানাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন। জানা গেছে এদিন আলিপুরদুয়ারে ধ্রুবজ্যোতি মেমোরিয়াল ক্যান্সার ফাউন্ডেশনের সদস্যরা উত্তরবঙ্গ উন্নতমানের ক্যান্সার হাসপাতালের দাবিতে জনমত গড়ে তুলছে।

তাদের দাবি উত্তরবঙ্গ পিছিয়ে পড়া জায়গা। এখানে চিকিৎসাব্যবস্থা এখনো সেভাবে উন্নত হয়নি। এর পাশাপাশি উত্তরবঙ্গে কোনো সরকারি ক্যান্সার হসপিটাল নেই।তার ফলে অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া এই এলাকার ক্যান্সার রোগীরা বাধ্য হয়ে রাজ্যের বাইরে যাচ্ছে। প্রচুর টাকা খরচ করে সেই রোগ প্রতিকারের সামর্থ্য থাকেনা অনেকের। তাই উত্তরবঙ্গে একটি সরকারি ক্যানসার হাসপাতাল তৈরি করার জন্য দাবি জানিয়েছে তারা।