উত্তরকন্যা অভিযানকে ঘিরে ধুন্ধুমার লড়াইয়ে মৃত্যু হল এক বিজেপি কর্মী এমনটাই দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।সেইসঙ্গে একাধিক কর্মী সমর্থক অল্পবিস্তর আহত এবং জখম হয়েছেন। উত্তরকন্যা অভিযানকে ঘিরে আজ দুপুর থেকেই দফায় দফায় পুলিশ-কর্মীদের খণ্ডযুদ্ধ বাঁধে । সূত্রের খবর , এই ধুন্ধুমার সংঘর্ষে বিজেপির এক কর্মী সমর্থক মারা গেছেন। বিজেপি সূত্রে পাওয়া খবর থেকে জানা গেছে ওই কর্মীর নাম পুলিন বর্মন। জলপাইগুড়ির গাজলডোবা এলাকার বাসিন্দা।
বিজেপির দাবি পুলিশের ছোড়া কাঁদানে গ্যাস, রাবার বুলেটের আঘাতে জখম হয়ে মৃত্যু হয়েছে ওই বিজেপি কর্মীর। এ প্রসঙ্গে দিলীপ ঘোষের বক্তব্য পুলিশ আজ যেভাবে গণতান্ত্রিক ভাবে আন্দোলনকারীদের উপর রাবার বুলেট, জলকামান, ঢিল ছুঁড়ল রাজ্য প্রশাসনকে এর দায়ভার নিতে হবে। বিজেপি কর্মীর মৃত্যুতে কর্মী সমর্থকদের মধ্যে ক্ষোভ যে আরো বাড়বে তাই মনে করছে রাজনৈতিক মহল। রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বিজেপি কর্মীর মৃত্যুতে আমরা শোকাহত। সেইসঙ্গে রাজ্যপ্রশাসনকে কাঠগড়ায় তুলে তাঁর অভিযোগ, এই ক্ষোভের আগুন আরো জ্বলবে।