উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে আবারও তৈরী হলো জটিলতা

কিছুতেই মিটছেনা শিক্ষক নিয়োগের মামলা। উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে আবারও মামলার গেরো। ফের জটিলতা তৈরি হল রাজ্যে। হাই কোর্ট স্কুল সার্ভিস কমিশনকে দ্রুত শিক্ষক নিয়োগের নির্দেশ দিয়েছিল হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। সেই রায়কেই চ্যালেঞ্জ করে এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন চাকরিপ্রার্থীদের একাংশ। এবার আদালতের ভিডিশন বেঞ্চে গেল মামলা। বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সৌগত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে এবার নিয়োগ নিয়ে নতুন লড়াই। চলতি সপ্তাহেই মামলাটির শুনানি হতে পারে। ফলে শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে নিয়ে ফের জটিলতা তৈরি হল।

উচ্চ প্রাথমিকের নতুন ইন্টারভিউ লিস্ট প্রকাশিত হয়েছে গত বৃহস্পতিবার। যাতে একাধিক বেনিয়ম সামনে এসেছে। সে সবের উল্লেখ করেই আদালতে অতিরিক্ত হলফনামা দেওয়া হয়েছিল মামলাকারীর তরফে। কিন্তু সেই অতিরিক্ত হলফনামা গ্রহণ না করেই হাইকোর্টের সিঙ্গলবেঞ্চ মামলার রায় দিয়েছে বলে অভিযোগ চাকরিপ্রার্থীদের একাংশের। প্রসঙ্গত, ৩০ জুন সার্ভিস কমিশনকে ওই দিনই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন বিষয়ভিত্তিক নম্বর উল্লেখ করে ইন্টারভিউ তালিকা প্রকাশ করতে হবে। সেই মতো ৮ জুলাই ইন্টারভিউ তালিকা প্রকাশ করে এসএসসি। সেই তালিকা মেনে দ্রুত শিক্ষক নিয়োগ নির্দেশ দেন বিচারপতি। যদিও এই রায়ে অসন্তোষ প্রকাশ করেই উচ্চতর বেঞ্চে মামলা ওঠে।