ঈদ উৎসবের মরশুমে দুস্থ সংখ্যালঘুদের নতুন বস্ত্র দান করলেন নব নির্বাচিত তৃণমূল বিধায়ক গৌতম পাল

দেশ জুড়ে বেলাগাম করোনা সংক্রমণ। ক্রমশই বেড়েই চলেছে করোনা সংক্রামকের সংখ্যা।বাড়ছে মৃত্যুর সংখ্যা। এমতো অবস্থায় রাজ্যের মানুষদের বারবার সচেতন করেছেন রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মারণ করোনা ভাইরাসের হাত থেকে রক্ষার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্য জুড়ে জারি হয়েছে আংশিক লকডাউন। করোনা ভাইরাস মোকাবিলায় রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের নব নির্বাচিত বিধায়ক থেকে শুরু করে সর্বস্তরের জন প্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন মানুষের পাশা থাকার জন্য। হাতে আর কয়েকদিন তার পরেই সংখ্যালঘু মানুষেরা খুশির ঈদে মেতে উঠবে। খুশির ঈদ হলেও দুস্থ্য মানুষদের মনে খুশি নেই করোনা ভাইরাসের জন্য আংশিক লকডাউনের ফলে। দুস্থ্য সংখ্যালঘু মানুষদের ঈদ উৎসব জাতে ভালো ভাবে কাটে সেই কারণে এগিয়ে এলেন উত্তর দিনাজপুর জেলার করণদিঘী বিধানসভার নব নির্বাচিত তৃণমূল বিধায়ক তথা জেলা যুব তৃণমূল সভাপতি গৌতম পাল। নিজ উদ্যোগে করণদিঘী ব্লকের সংখ্যালঘু মানুষদের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন। মঙ্গলবার করণদিঘী ব্লকের লাহুতাড়া, রসাখোয়া, দোমহনা, আলতাপুর গ্রাম পঞ্চায়েতের অধিন সংখ্যালঘু মানুষদের মধ্যে সরকারি করোনা বিধি মেনে বস্ত্র বিতরণ করেন এবং আগামীকাল বাকি গ্রাম পঞ্চায়েত সহ ডালখোলাপুর এলাকায় মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করবেন বলে জানান করণদিঘীর বিধায়ক গৌতম পাল। নতুন বস্ত্র পেয়ে খুশি দুঃস্থ সংখ্যালঘু মানুষেরা।