ইসরোর মহাকাশ গবেষণা পরিকাঠামোয় বড়সড় সংস্কার আনল কেন্দ্র। এবার থেকে বেসরকারি সংস্থা ও স্টার্টআপ ব্যবহার করতে পারবে ইসরোর পরিকাঠামো ও সম্পদ। ইসরোর মুখাপেক্ষী সেই সংস্থাগুলোর ক্ষমতা আরও উন্নত করতে এই সিদ্ধান্ত, শনিবার জানান অর্থমন্ত্রী। তিনি বলেছেন, “গ্রহ পরিভ্রমণ আর মহাকাশ সফরের সুযোগ বেসরকারি সংস্থার জন্য খুলে দেওয়া হলো।” এদিন প্রধানমন্ত্রী ঘোষিত ২০ লক্ষ-কোটি টাকার আর্থিক প্যাকেজের চতুর্থ দফার বাজেট বরাদ্দ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন অর্থমন্ত্রী। তিনি বলেন, “ইসরো ভারতের গর্ব। পাশাপাশি অনেক বেসরকারি সংস্থা উদ্ভাবন পরিকল্পনা নিয়ে ইসরোর দ্বারস্থ হয়েছে। আমরা; তাদের ইসরোর সম্পদ; প্রযুক্তি ব্যবহারের অনুমতি দিলাম। যৌথ উদ্যোগে মহাকাশ গবেষণাকে সুউচ্চ স্থানে পৌঁছে দিতে এই উদ্যোগ।”