ইয়ারশট পডকাস্ট স্ট্রিমিং সার্ভিস অ্যাপে ডলবি আটমস ইমার্সিভ অডিয়ো লঞ্চ্ হল। ইয়ারশট হল ভারতের প্রথম পডকাস্ট প্লাটফর্ম যা তার সিগনেচার পডকাস্ট ও অরিজিনাল সিরিজ স্ট্রিমিং করবে ডলবি আটমসে। এরফলে গ্রাহকদের মধ্যে তাদের পছন্দের অডিয়ো স্টোরির সঙ্গে আরও বেশি ঘণিষ্ঠতা তৈরি হবে।
সার্ভিস হিসেবে পডকাস্ট খুবই অভিনব, কারণ তা মনোরঞ্জনকে গ্রাহকের কাছাকাছি নিয়ে যায় – চলমান অবস্থায় বা বাড়িতে। ইয়ারশট-ডট-ইন অ্যাপ ব্যবহারকারীরা এবার ডলবি আটমস সহযোগে একেবারে বৈপ্লবিক অডিয়ো এক্সপিরিয়েন্স পাবেন এবং তাদের মোবাইলে শ্রুতির অভিজ্ঞতাকে বরাবরের মতো বদলে দিতে পারবেন। ইয়ারশটে ডলবি আটমসের মাধ্যমে পডকাস্ট একাধিক ভাষায় হওয়ার ফলে ব্যবহারকারীরা আরও বেশিমাত্রায় নিখুঁতভাবে সবকিছু শুনতে পারবেন।
ইয়ারশট-ডট-ইন অ্যাপ-যুক্ত ডলবি আটমসসমৃদ্ধ স্মার্টফোনে গ্রাহকরা পডকাস্ট উপভোগ করতে পারবেন ডলবি আটমসে। ইয়ারশটের কনটেন্ট পাওয়া যাচ্ছে একাধিক ভাষায়। ইয়ারশট টিমে রয়েছেন ভারতের অগ্রণী এডিটর, জার্নালিস্ট ও রেডিয়ো প্রফেশনালগণ।