ইভটিজিং রুখতে এবং যানবাহন চালকদের সচেতন করতে রাস্তায় নেমে প্রচার চালালো জেলা মহিলা পুলিশের স্কোয়াড বাহিনী

ইভটিজিং রুখতে এবং যানবাহন চালকদের সচেতন করতে রাস্তায় নেমে প্রচার চালালো জেলা মহিলা পুলিশের স্কোয়াড বাহিনী। শুক্রবার সকালে অফিস ও স্কুল টাইমে মালদা শহরের পিরোজপুর এলাকার একটি গার্লস হাইস্কুলের সামনে রীতিমতো অভিযান চালানো শুরু করে মহিলা পুলিশ বাহিনীর ওই দল । কালো পোশাক ধারী মহিলা পুলিশ বাহিনীর দলটি রীতিমতো ইভটিজারদের নজরে রাখতে শুরু করে। যদিও পুলিশের স্কোয়াড বাহিনী দেখে কোনোরকম ইভটিজিং-এর ঘটনা ঘটেনি। তবে রাস্তা পারাপারের ক্ষেত্রে স্কুলের ছাত্রীদের রীতিমতো সহযোগিতা করে মহিলা পুলিশের ওই দলটি। এছাড়াও হেলমেট বিহীন মোটরবাইক চালকদের সচেতন করা হয়। স্কুলের সামনে যানজট রুখতেও রীতিমতো কড়া পদক্ষেপ নেই জেলা মহিলা পুলিশ বাহিনীর ওই বিশেষ দলটি।

উল্লেখ্য, কয়েক মাস আগেই জেলা পুলিশ সুপারের উদ্যোগে মহিলা পুলিশ বাহিনীর একটি উইংস টিম গঠন করা হয়েছিল। তাতে কুড়িজন মহিলা পুলিশ নির্দিষ্ট একটি পোশাকে স্কুটি নিয়ে গোটা শহর ঘুরে নজরদারি চালাবে। সেই টিমের মধ্যে একজন থাকবে হেড। যিনি পথ চলতি যে কোন মহিলার অভাব অভিযোগের কথা লিপিবদ্ধ করবেন। পাশাপাশি ওই মহিলা পুলিশ বাহিনীর স্কুটিগুলিতেও তাদের সঙ্গে যোগাযোগ করার মোবাইল নম্বর দেওয়া রয়েছে। এই পরিস্থিতিতে অনেকটাই ইভটিজিং-এর ঘটনা কমে গিয়েছে বলে দাবি জেলা পুলিশের। সেই দিকে লক্ষ্য রেখে এদিন সকাল থেকেই মালদা শহরের বেশ কয়েকটি গার্লস হাই স্কুলের সামনেই তদারকি চালায় মহিলা পুলিশের স্কোয়াড বাহিনীর কর্মীরা।