ইনস্টাগ্রামে সুরেশ রায়নার সঙ্গে পুরনো ছবি পোস্ট করলেন ব্রায়ান লারা।

ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লিজেন্ড ব্রায়ান লারা ইনস্টাগ্রামে ২০০৩-এর ছবি পোস্ট করলেন। যেখানে তাঁর সঙ্গে রয়েছেন সুরেশ রায়না। সেই পোস্টে লারা লেখেন, ‘‘এই যুবকরা কারা?? পরবর্তী সময়ে বিশেষ প্লেয়ার হয়ে উঠেছিলেন তিনি।” সুরেশ রায়না তাঁর পোস্ট স্বীকার করে লেখেন, এটা ফ্যান মুমেন্ট, ব্রায়ান লারার জবাবে ফ্যানরা আরও বেশি মজা পান। সেই ছবিতে দেখা যাচ্ছে রায়না অনেক বড় একটি প্যান্ট পরেছেন, আর সেটাকেই পয়েন্ট করেছেন লারা। রায়নার ফ্যাশন সেন্স নিয়ে মজা করেছেন লারা। তিনি লেখেন, প্রয়োজনের তুলনায় বড় ড্রেস অতীত এখন।