সচিন তেন্ডুলকর শনিবার ইনস্টাগ্রামে তাঁর সতীর্থ ক্রিকেটার ব্রায়ান লারাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন। ভারত ও ওয়েস্ট ইন্ডিজের দুই ব্যাটিং গ্রেট সম্প্রতি রোড সেফটি ওয়ার্ল্ড সিইজে এক সঙ্গে খেলেন। তবে কোভিড-১৯-এর আক্রমণে তা মাঝ পথে বন্ধ হয়ে যায়। একই প্রজন্মের দুই তারকা একটা সময় সমানে সমানে উঠে এসেছিলেন বিশ্ব ক্রিকেটে। তার মধ্যে একজন লারা। যিনি শনিবার ৫১ বছরে পা দিলেন। সচিন তাঁকে শুভেচ্ছা জানাতে গিয়ে ফিরে দেখেছেন কিছু ফেলে আসা সময়কে। ইনস্টাগ্রামে সচিন লেখেন, ‘‘আমার সতীর্থ টরিয়ানকে জন্মদিনের শুভেচ্ছা। সদ্য তোমার সঙ্গে দেখা হয়ে খুব মজা হয়েছিল। দারুণ কাটুক প্রিন্স! দ্রুত তোমার সঙ্গে দেখা হওয়ার জন্য মুখিয়ে রয়েছি। ভালো থেকো।”