আয়কর রিটার্ন -এর সময় বাড়াল কেন্দ্র

ফের আয়কর রিটার্ন জমার সময় বাড়াল কেন্দ্র। করোনা পরিস্থিতিতে করদাতাদের অসুবিধার কথা মাথায় রেখেই গত মার্চ মাস থেকে এই নিয়ে তিনবার সময় বাড়ালো কেন্দ্র। ২০১৮-২০১৯ আর্থিক বছরের অরিজিনাল এবং রিভাইস দুই রকমের রিটার্ন জমা দেওয়ার জন্যই দু’মাস সময় বাড়ানো হল। আয়কর রিটার্ন জমা করার সময় বেড়ে ৩০ সেপ্টেম্বর হল।