নয়া রেকর্ড তৈরি করেছে করোনা ভাইরাস৷ গভীরতম সংকটে গোটা দেশ। করোনা পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ ধারণ করছে। একে করোনার তান্ডবে হিমশিম খাচ্ছে মানুষ তার মধ্যে আসছে আরও এক বিপদ। করোনায় উপর দোসর হয়ে আসছে ঘূর্ণিঝড়। দক্ষিণ ভারতে আছড়ে পড়তে চলেছে মরশুমের প্রথম ঘূর্ণিঝড় ‘তাউকত’। সরকারি ভাবে জারী হয়েছে উপকূলে কড়া সতর্কবার্তা। মরসুমের প্রথম ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে আরব সাগরে। শুক্রবার রাতেই ঘূর্ণিঝড়ে পরিণত হল ‘তাউকত’। শনিবার ভোর থেকেই কেরলের কোচির উপকূল থেকে শক্তি বাড়াতে শুরু করেছে এই ঘূর্ণিঝড়। আগামী কয়েক ঘণ্টায় তা আরও শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তারপর তা মঙ্গলবার সকালে অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে ভারতের পশ্চিম উপকূলে আছড়ে পড়তে পারে।
আগামী কয়েক ঘণ্টায় তা ক্রমশ বাড়িয়ে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে মঙ্গলবার সকালে গুজরাত উপকূলের কাছে পৌঁছাবে। সেই সময় ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১৩৫-১৪৫ কিলোমিটার। ‘তাউটে’-এর দাপটে আজ থেকেই লাক্ষাদ্বীপ, কেরালা, তামিলনাড়ুর ঘাট জেলা, কর্নাটকের উপকূলবর্তী এলাকা ও ঘাট জেলার পার্শ্ববর্তী অঞ্চল, কঙ্কন ও গোয়া উপকূল, গুজরাত এবং দক্ষিণ-পশ্চিম রাজস্থানে বৃষ্টি হতে পারে। ইতিমধ্যে কয়েকটি এলাকায় বর্ষণ শুরু হয়ে গিয়েছে। সমুদ্র উত্তাল থাকায় আগামী মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের আরব সাগরে যেতে নিষেধ করা হয়েছে।