আশার আলো দেখালো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়

আশার আলো দেখালো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের  গবেষকদের তৈরি করোনা ভাইরাসের টিকার মানব শরীরে পরীক্ষামূলক ব্যবহার খুব তাড়াতাড়ি শুরু হবে ভারতেও।  লাইসেন্স পাওয়ার পরে এই প্রক্রিয়া শুরু করা হবে। ল্যানসেট মেডিকেল জেনারেল-এ প্রকাশিত এই টিকার পরীক্ষামূলক ব্য়বহার সম্পর্কে জানানো হয়েছে যে, আপাতত প্রাথমিকভাবে AZD1222 করোনা টিকার ফলাফল ইতিবাচকই এসেছে। সবচেয়ে বড় কথা, গবেষকরা দাবি করেছেন যে, এই টিকাটির কোনও বড় ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তবে কিছু ছোটোখাটো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেগুলো প্যারাসিটামল ওষুধ খেলেই কাটিয়ে ওঠা সম্ভব।