Homeসাহিত্যআলো ছুঁয়ে দেখিকবিতা, সাহিত্যআলো ছুঁয়ে দেখি editorSeptember 12, 2021 জোনাকি দেখিনি…আলোর অভাব বোধও ছিলনা কোনো মাতৃপুরুষ ছিল পাশে, অন্ধকারে একটা জোনাকিজানালার পাশে উড়ে এলে আমি ভেজা চোখেআলো ছুঁয়ে দেখি… ………………মৃন্ময় মাজী Previous Postক্রস হিলস (ক্রুশ দাড়া) Next Postলকডাউন থেকে বাংলাভাষার পরিত্রাণ চাই