আলো ছুঁয়ে দেখি

জোনাকি দেখিনি…
আলোর অভাব বোধও ছিলনা কোনো

মাতৃপুরুষ ছিল পাশে,

অন্ধকারে একটা জোনাকি
জানালার পাশে উড়ে এলে

আমি ভেজা চোখে
আলো ছুঁয়ে দেখি…

………………মৃন্ময় মাজী