আলু ও পেঁয়াজ সহ বিভিন্ন সবজির দাম নিয়ন্ত্রনে বাজারে অভিযান কৃষি বিপনন দপ্তরের জেলা আধিকারিকদের

বুধবার জলপাইগুড়ি দিনবাজারে অভিযান চালালেন কৃষি বিপনন দপ্তরের জেলা আধিকারিক সুব্রত দে।আলু ও পেঁয়াজ সহ বিভিন্ন সবজির দাম নিয়ন্ত্রনে রাখার উদ্দেশ্যে এই অভিযান বলেই জানা গেছে।

সুব্রত দের সাথে এই দিন ছিলেন দুর্নীতি দমন শাখার আধিকারিক ও পুলিশ কর্মীরা। আলুতে লাল মাটি ও রং মিশিয়ে বিক্রি করা হচ্ছে বলে বেশ কিছুদিন ধরেই অভিযোগ দরখাস্ত হতে দেখা যাচ্ছে, সেই অভিযোগ এদিন খতিয়ে দেখেন সরকারি আধিকারিক‌রা।

কৃষি বিপনন দপ্তরের জেলা আধিকারিক সুব্রত দে বলেন, পাইকারি ও খুচরো আলু বিক্রেতা‌দের দামের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। এজন্য খুচরো আলু বিক্রেতারা যাতে হিমঘর থেকে সরাসরি আলু কিনে এনে বিক্রি করতে পারে সেই ব‍্যবস্থাও করছেন তারা। এছাড়া আলুতে মাটি ও রং মিশিয়ে বিক্রি করা হচ্ছে বলে বেশ কিছুদিন ধরেই অভিযোগ রয়েছে। এদিন অভিযানে নেমে দুটি দোকান থেকে এমনই কিছু আলু বাজেয়াপ্ত করেন দুর্নীতি দমন শাখার কর্মকর্তারা । অসাধু ওই ব‍্যবসায়ী‌দের বিরুদ্ধে নির্দিষ্ট আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।