আলুর দামে নাজেহাল সাধারণ মানুষ। গত এক দশকে আলুর দাম দ্বিগুণ হয়েছে। কেন্দ্রীয় ক্রেতা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রকের তথ্য জানাচ্ছে, গত ১৩০ মাসের মধ্যে সর্বোচ্চে পৌঁছে গিয়েছে আলুর দর। গোটা দেশের প্রায় সর্বত্রই আলুর দাম প্রতি কেজি ৪০ টাকার আশেপাশে। গত অক্টোবরে গড়ে প্রতি কেজি আলুর দাম ছিল ২০.৫৭ টাকা। লকডাউনের জন্য সরবরাহ ব্যবস্থায় সমস্যা হয়েছে। এবার আলু মজুদও রয়েছে কম।