আলুর কালোবাজারীর অভিযোগ খতিয়ে দেখলো আধিকারিকরা

শিলিগুড়ি রেগুলেটেড মার্কেট এর চম্পাসারি বাজারে হানা দিল কৃষি বিপণন বিভাগ, রেগুলেটেড মার্কেটের অধিকারী অনিল শর্মা , সহ এগ্রি কালচার বিভাগের আধিকারিকরা। সূত্রের খবর, বর্তমান করোনা পরিস্থিতিতে আলু ৩৫ থেকে ৪০ টাকা প্রতি কিলো বিক্রি হচ্ছে । সাধারণ মানুষের অভিযোগ আলুর কালোবাজারি হচ্ছে যার ফলে আলুর দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে,
আলুর এই কালাবাজারী রুখতেই এই দিন এই ব্যবস্থা গ্রহণ করা হয়। এই দিন আধিকারিকরা ব্যবসায়ী দের সাথে আলুর মূল্য সংক্রান্ত বিষয়ে এবং অন্যান্য বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন । কত টাকায় আলু ক্রয় করে কত মূল্যে তা সাধারণ মানুষের কাছে বিক্রয় করা হচ্ছে সেই ব্যাপারে খোঁজ নেওয়া হয়। এ ছাড়াও এই দিন ব্যবসায়ীদেরকে লাইসেন্স দেখানোর কথা ও বলা হয়।