আলিপুরদুয়ার জেলা থেকে বাছাই করা ১৩ জন করোনা যোদ্ধার পারি কলকাতার পথে

করোনা কালে অনন্য নজির আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্য দপ্তরের।সংকটের সময় মহানগরীর পাশে দাঁড়াতে শনিবার আলিপুরদুয়ার জেলা থেকে বাছাই করা তেরো জন করোনা যোদ্ধা কলকাতার পথে পারি দিলেন।সেখানে গিয়ে তাঁরা বিভিন্ন হাসপাতাল ও সেফ হোম গুলিতে করোনা আক্রান্তদের পরিষেবা দেবেন।করোনার প্রথম ধাপে জেলার বিভিন্ন ব্লকে সাফল্যের সঙ্গে করোনা মোকাবিলার অভিজ্ঞতা রয়েছে ওই তেরো জন পুরুষ করোনা যোদ্ধা।শনিবার বিকেলে জেলার প্রশাসনিক ভবন ডুয়ার্সকন্যা থেকে তাঁদের নিয়ে কলকাতার উদ্দেশে রওনা হয় একটি বাস।যাত্রা শুরুর সময় উপস্থিত ছিলেন জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরীশ চন্দ্র বেরাসহ অন্যান্য প্রশাসনিক কর্তারা।প্রথম বারের মতো এবারেও তাঁরা করোনার বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হবেন বলে প্রত্যয়ি ওই করোনা যোদ্ধারা।