উত্তরবঙ্গ মেডিকেল থেকে আলিপুরদুয়ারে পৌঁছল কোভিড ভ্যাকসিন কোভিশিল্ড। গতকাল গভীর রাতে সড়কপথে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালে আসে কোভিড ভ্যাকসিন। আজ সকাল থেকে উত্তরবঙ্গের জেলায় জেলায় পাঠানো হয় সেই ভ্যাকসিন। আগামী শনিবার থেকে ভ্যাকসিন দেওয়া শুরুর আগে ইতিমধ্যেই জেলা স্বাস্থ্যদপ্তরস সমস্তকিছু প্রয়োজনীয় ব্যবস্থা সেড়ে ফেলেছে বলে সূত্রের খবর।
জেলা স্বাস্থ্য দপ্তর মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরীশ চন্দ্র বেড়া, জানিয়েছে আপাতত আজকে ১২৫০০ ভ্যাকসিন আলিপুরদুয়ার জেলায় এসেছে। আগামীকাল থেকে জেলার মোট ৪ টি কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে এই ভ্যাকসিন। এই ভ্যাকসিন দেওয়া হবে আগামী ১৬ জানুয়ারি থেকে। প্রথম দফায় ভ্যাকসিন দেওয়া হবে ৬০০০ ডাক্তার চিকিৎসকসহ প্রথম সারির করোনা যোদ্ধাদের। এবং ১৬০ টি ভ্যাকসিন পাঠানো হবে হাসিমারা বায়ু সেনা ছাউনির হাসপাতলে।বিশেষ কোল্ড চেনের ব্যবস্থা সংরক্ষিত করে রাখা হচ্ছে ভ্যাকসিন গুলি।