আর্থিক লেনদেনের পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক করলেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাশ। শনিবার একাধিক রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্কের কর্তাদের সঙ্গে আলোচনায় বসেন আরবিআই গভর্নর। ভিডিও-কনফারেন্সের মাধ্যমে আয়োজিত হয় সেই বৈঠক। জানা গিয়েছে, বাজারে নগদের জোগান, নন-ব্যাঙ্কিং আর্থিক প্রতিষ্ঠানগুলোর পরিস্থিতি, মাইক্রোফিনান্স সংগঠন এবং মিউচুয়াল বিনিয়োগ নিয়ে বিস্তর আলোচনা করেন আরবিআই গভর্নর ও ব্যাঙ্ক কর্তারা। পাশাপাশি এই সঙ্কটের মুহূর্তে ব্যাঙ্কের লেনদেন সচল রাখার জন্য ব্যাঙ্ককর্তাদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। জানা গিয়েছে, লোন মোরাটোরিয়ামের মেয়াদবৃদ্ধি নিয়েও কথা হয় বৈঠকে। সূত্রের খবর, লোন মোরাটরিয়াম পরবর্তী পর্যায়ে পরিশোধ পদ্ধতিও সুদের হার নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। এমনকি, চলতি অর্থ বর্ষে স্থিতাবস্থা বজায়ে ব্যাঙ্কের ভূমিকা কী, আলোচনা হয়েছে এই বিষয়ে।