আরো এক ভ্যাকসিন আসতে চলেছে শিশুদের জন্য। অনুমোদন দেওয়া হলো বায়োলজিক্যাল-ই-র করোনা টিকা কর্বেভ্যাক্সকে। হায়দরাবদের সংস্থার তৈরি করোনা টিকা এবার দেশে ২/৩ পর্যায়ের ট্রায়াল শুরু করতে পারবে। ৫ থেকে ১৮ বছরের শিশুদের উপর এই ট্রায়াল হবে। কেন্দ্রের তরফে দাবি করা হয়েছিল যে অক্টোবরের মধ্যেই বায়োলজিক্যাল-ই-র করোনা টিকা বাজারে আসবে। আগামী কয়েক মাসের মধ্যেই এই টিকা সাধারণ মানুষের নাগালে চলে আসবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি বায়োলজিক্যাল-ই-র এই টিকা নাকি করোনার বিরুদ্ধে প্রায় ৯০ শতাংশ কাজ করতে সক্ষম।
বায়োলজিক্যাল-ই-র তৈরি এই টিকা আদতে এক ধরনের আরডিবি প্রোটিন সাব-ইউনিট টিকা। ইতিমধ্যেই কোভিড টিকার জন্য গঠিত জাতীয় বিশেষজ্ঞ দল এই টিকা পরীক্ষা করে দেখেছে। প্রাপ্ত বয়স্কদের উপর ইতিমধ্যেই এই টিকার ট্রায়ালে বেশ ভালো ফল দেখা গিয়েছে বলে জানানো হয় সংস্থার তরফে। করোনা রোধক এই টিকার ৩০ কোটি ডোজ কেনার জন্য ভারতীয় সংস্থা বায়োলজিকাল-ইয়ের সঙ্গে ইতিমধ্যেই চুক্তি চূড়ান্ত করে ফেলেছে কেন্দ্র। ডিসেম্বরের মধ্যে সেই টিকা প্রদান করবে হায়দরাবাদের সংস্থাটি। পরীক্ষার ফল এলে তা খতিয়ে দেখেই জরুরি ভিত্তিতে টিকা প্রয়োগের অনুমোদন দেওয়া হতে পারে।