আরব সাগরে নিম্নচাপ বলয় ঘূর্ণিঝড় হয়ে ২ জুনের মধ্যে আছড়ে পড়ার সম্ভাবনা।

আরব সাগরের ওপর তৈরি হওয়া নিম্নচাপ বলয় ঘূর্ণিঝড়ে পরিণত হবে। রবিবার এমন পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। আগমি ৪৮ ঘণ্টার মধ্যে সেই ঘূর্ণিঝড় মহারাষ্ট্র ও গুজরাতের উপকূলীয় অঞ্চলে আছড়ে পড়ার সম্ভাবনা। ইতিমধ্যে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় আমফানে বিধ্বস্ত বাংলা-ওড়িশা। সেই রেশ কাটার দুই সপ্তাহের মধ্যেই ফের ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি উদ্বেগ বাড়িয়েছে কেন্দ্রের। রবিবার টুইট করে আবহাওয়া দফতর জানিয়েছে; আরব সাগরে তৈরি হওয়া নিম্নচাপ আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তিন জুনের মধ্যে সেই ঝড় গুজরাত-মহারাষ্ট্র উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা।