আরও নিম্নমুখী হল করোনা সংক্রমণ

ধীরে ধীরে সুস্থ হচ্ছে বাংলা। করোনা ভাইরাস বিধি নিষেধ মানার ফল মিলছে রাজ্যে। নিম্নমুখী বাংলার কোভিড গ্রাফ। দ্রুতই পরিস্থিতি আয়ত্তে আসবে বলে আশাবাদী রাজ্যবাসী। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ভাইরাস আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৬১ জন। তাঁদের মধ্যে ১৮৬ জন উত্তর ২৪ পরগনার। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিনও প্রথম স্থানে ওই জেলা। এর পরে রয়েছে কলকাতা। একদিনে সংক্রমিত সেখানকার ১৬৩ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৪,৯৬,৭১০। মোট করোনাজয়ীর সংখ্যা ১৪ লক্ষ ৫৭ হাজার ৪৮৬ জন। এই একই সময়ে করোনাকে হারিয়ে জয়ী হয়েছেন ২ হাজার ০৩৩ জন। গত একদিনে রাজ্যে মৃত্যুর সংখ্যা ৩২। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭ হাজার ৬৪৪। রাজ্যে সুস্থতার হার ৯৭.৩৮ শতাংশ। 

এদিকে, আজই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে, ১৫ জুলাই পর্যন্ত রাজ্যে করোনাভাইরাস নিয়মবিধি বহাল থাকবে কিন্তু ৫০ শতাংশ যাত্রী নিয়ে বাস, টোটো, বা যানবাহন চলবে। এদের মধ্যে সরকারি এবং বেসরকারি বাস রয়েছে। তবে জুলাইয়ের শুরু থেকে বাস-অটো পরিষেবা শুরু হলেও বন্ধই থাকবে ট্রেন-মেট্রো। কতদিনে স্বাভাবিক হবে পরিস্থিতি, সেই অপেক্ষায় রাজ্যবাসী।