দিল্লিতে অশান্তির পর গত রাতে কার্যত রণক্ষেত্রে পরিণত হয় গাজিপুর। গাজিয়াবাদে নামানো হয়েছে ৪ কোম্পানি ব়্যাফ, পুলিশ বাহিনী, জল কামান। এর পরেও নয়া কৃষি আইন প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চলতেই থাকবে বলে হুঙ্কার দেন কৃষক নেতারা। গাজিপুরের আশাপাশের এলাকা থেকে আন্দোলনকারীদের সমর্থনে জমায়েত বাড়তে থাকে। চণ্ডীগড় জাতীয় সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। পরিস্থিতির বেগতিক দেখে গাজিপুর সীমান্তে ব্যবস্থা নেওয়ার আদেশের অপেক্ষায় থাকা পুলিশ বাহিনী পিছু হটতে শুরু করে।