আমেরিকার নতুন প্রেসিডেন্ট মসনদে বসার পর এই প্রথমবার আমেরিকা সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী৷ জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম আমেরিকা সফর করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ আগামী ২৪ সেপ্টেম্বর মুখোমুখি বসবেন দুই দেশের রাষ্ট্র প্রধান৷ আফগানিস্তান নিয়ে উত্তেজনার আবহে প্রধানমন্ত্রীর এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে৷ আফগানিস্তান নিয়ে আমেরিকার ভূমিকা নিয়ে ঘরে বাইরে সমালোচিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট৷ আফগানিস্তানে তালিবানের এই দৌরাত্ম উদ্বেগে রেখেছে নয়াদিল্লিকেও৷
বর্তমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর আমেরিকার সফর নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমনকল্যাণ লাহিড়ি বলেন, ‘‘এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সফর৷ আন্তর্জাতিক মহলে একটি বিস্তীর্ণ ঘটনার পরবর্তী সময়ে এই প্রথমবার মুখোমুখি বসবেন নরেন্দ্র মোদী এবং জো বাইডেন৷ কী ভাবে ভারত ও আমেরিকা এই বিষয়টি পর্যালোচনা করবে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ৷’’ তাঁর কথায়, ‘‘মার্কিন নীতি একক ভাবে আফগানিস্তানে সমস্যা সৃষ্টি করেছে৷ যে ভাবে তালিবানের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে এসেছে বা তাঁদের পরোক্ষভাবে ক্ষমতা দখলে সাহায্য করেছে তার প্রভব পড়েছে ভারতের নিরাপত্তা, অর্থনীতি, বিনিয়োগে৷ ভারতের কাছে এটা ভয়ঙ্কর৷’’ তিনি মনে করেন, নতুন করে ভারত ও আমেরিকার সম্পর্ক বিশ্লেষণের সময় এসে গিয়েছে৷